Breaking News: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট খবর সামনে এল, জানুন বিস্তারিত

WB Primary TET: টেট (TET) পরীক্ষা সম্পর্কিত বিষয়ে বিশেষ খবর জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল (TET Result 2023) ঘোষণা করা হবে নভেম্বর মাসের মধ্যেই।

এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল সাড়ে তিন লক্ষ। জানা গেছে এই টেট পরীক্ষার ফল (TET Result 2023) প্রকাশ পাওয়ার পরেই ডিসেম্বর মাস থেকে প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পূর্বে রাজ্যের প্রতিটি স্কুলে মোট কতগুলি শূন্যপদ রয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। শূন্য পদের ব্যাপারে বিস্তারিত বিবরণ সামনে এলেই সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

আরও পড়ুন: অতিরিক্ত রেশন নভেম্বর মাসে? দেখে নিন বিনামূল্যে কোন কার্ডে কত কেজি চাল-গম পাবেন

রাজ্য জুড়ে স্কুলগুলিতে মোট কতগুলি শূন্য পদ রয়েছে এই নিয়ে একটি তালিকা চেয়েছে শিক্ষা পর্ষদ। শিক্ষা পর্ষদকে এই তালিকা প্রদান করবে স্কুল শিক্ষা দপ্তর। প্রত্যেকটি জেলা অনুযায়ী এই তালিকা প্রস্তুত করে শিক্ষা পর্ষদকে প্রদান করতে হবে।

শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) জানিয়েছে যদি শূন্য পদের তালিকা সামনে আসে তাহলে ডিসেম্বর মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবে ২০২২ ও ২০২৩ সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন: Bank Holiday: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

পর্ষদ সভাপতি গৌতম পাল কিছুদিন আগে জানিয়েছিলেন চলতি বছরের টেট পরীক্ষা (TET Exam 2024) স্থগিত রাখা হচ্ছে এর কারণ হলো নতুন নিয়োগ প্রক্রিয়া কারণে এই পরীক্ষা স্থগিত রাখতে হচ্ছে। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই টেট পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: বেতন ১৮ হাজার থেকে বেড়ে মূল বেতন হবে ৩৪ হাজার ৫৬০ টাকা! দারুণ খবর সরকারি কর্মীদের জন্য

Leave a Comment