Big News: প্রাইমারী TET পরীক্ষা বাতিল নিয়ে বড়ো খবর সামনে এলো! কী জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল?

WB Primary TET: টিচার এলিজিবিলিটি টেস্ট (Teacher Eligibility Test) বা টেট (WB TET) পরীক্ষাটি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নেওয়া হয়ে থাকে। তবে এই বছর নেওয়া হচ্ছে না এই টেট (WB TET) পরীক্ষাটি।

প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) এই বছরের প্রাইমারি টেট (WB TET) পরীক্ষাটি বাতিল করল। আইনি জটিলতা এবং টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগে দেরি হচ্ছে বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (President Of Primary Education Board) গৌতম পাল (Goutam Paul) জানান, নিয়মিত টেট পরীক্ষা নেওয়ার কথা আদালতের তরফ থেকে বলা হয়েছে। সেই নির্দেশকে মান্যতা দেওয়া হবে। কিন্তু এই বছর কিছু জটিলতার কারণে সেটি বিলম্ব হচ্ছে। তবে আগামী ৬ মাসের মধ্যে নতুন প্রাথমিক টেট পরীক্ষটি নেওয়া হবে।

আরও পড়ুন: বড় খবর সামনে এল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে! এই কার্ড না থাকলে টাকা পাবেন না মহিলারা, জানুন বিস্তারিত

সেন্ট্রাল টেট (Central Teacher Eligibility Test) বা সিটেট (CTET) পরীক্ষা বছরে দুই বার নেওয়া হয়ে থাকে। শ্রী গৌতম পাল মহাশয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত হওয়ার পরই জানিয়েছিলেন যে, এই রাজ্যেও প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। তবে এই বছরের প্রাইমারি টেট পরীক্ষাটি নেওয়া হচ্ছে না।

সোমবার দিন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে, প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট (Teacher Eligibility Test) পরীক্ষাটি চলতি বছর নেওয়া হচ্ছে না। এই বছর টেট পরীক্ষা না নেওয়ার কারণ হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে, আইনি মামলা এবং পূর্বে টেট উত্তীর্ণ চাকরি-প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলেই এইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: BSNL Recruitment 2024: BSNL অফিসে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

প্রসঙ্গত, আজও ধর্মতলায় ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরি-প্রার্থীরা ধর্না মঞ্চে বসে আছেন। এই সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর সাথেই ২০১৭ এবং ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও অপেক্ষায় রয়েছেন।

২০২৩ সালের ২৪ ডিসেম্বর শেষবার টেট পরীক্ষা আয়োজিত হয়েছিল। তবে এখনও পর্যন্ত সেই পরীক্ষার ফল প্রকাশ হয়নি। এইরকম পরিস্থিতিতে চলতি বছরের টেট পরীক্ষাটি নেওয়া হচ্ছে না, এমনটাই জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: November Bank Holiday: নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে-কবে ছুটি রাজ্যে? দেখে নিন তালিকা

Leave a Comment