8th Pay Commission: তারিখ প্রকাশ অষ্টম বেতন কমিশন গঠনের! বেতনে বিরাট বৃদ্ধি, বড় আপডেট সামনে এলো

8th Pay Commission: কবে গঠিত হতে পারে 8th Pay Commission? ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা দীর্ঘদিন ধরেই অষ্টম পে কমিশন-এর অপেক্ষা করছেন। তবে এবার একটি বিরাট খবর সামনে এল সেই অষ্টম পে কমিশন নিয়ে। নতুন পে কমিশন প্রতি ১০ বছর অন্তর গঠিত হয়। ২০২৬ সালের জানুয়ারি মাসে সপ্তম পে কমিশন (7th Pay Commission)-এর ১০ বছর পূর্ণ হবে। এইজন্য মনে করা হচ্ছে যে নতুন পে কমিশন খুব তাড়াতাড়ি গঠিত হতে পারে।

কবে গঠিত হবে অষ্টম পে কমিশন (8th Pay Commission)?

প্রতি ১০ বছরে একটি পে কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালে সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠিত হয়েছিল। তারপরে ২০১৬ সালের জানুয়ারি মাসে সপ্তম পে কমিশন (7th Pay Commission)-এর সুপারিশগুলি কার্যকর করা হয়েছিল।

এইজন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দাবি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি যেন অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠন করা হয়। এছাড়াও কর্মচারীরা দাবি জানাচ্ছেন যে ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে অষ্টম পে কমিশন (8th Pay Commission) যাতে কার্যকর করা হয়।

আরও পড়ুন: Jio-র এই সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান BSNL চিন্তা বাড়িয়ে দিল Airtel এবং BSNL-এর, মাত্র ১১ টাকায় মন খুলে চালান ইন্টারনেট

কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অষ্টম পে কমিশন ২০২৫ সালে গঠিত হবে। তবে এখনও পর্যন্ত সরকার নতুন পে কমিশন নিয়ে কোনো মন্তব্য করেনি।

কর্মচারী ইউনিয়নের একজন প্রবীণ সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর প্রতিনিধিরা দেখা করে অষ্টম পে কমিশন গঠন করার দাবি জানিয়েছেন।

সচিব জানিয়েছেন, অষ্টম পে কমিশন খুব তাড়াতাড়ি গঠন করা হবে। তিনি জানান, অষ্টম পে কমিশন আগামী বছর গঠন করা হতে পারে।

আরও পড়ুন: সবার ছুটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাদে! শীতের প্রারম্ভেই স্কুল ছুটির ঘোষণা সরকারের

অষ্টম পে কমিশনে বেতন কত বৃদ্ধি পাবে?

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন সপ্তম পে কমিশনে প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অষ্টম পে কমিশনের পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ১৮,০০০ টাকা থেকে ৩৪,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: Job News: ভারতের এয়ারপোর্ট অথরিটিতে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

DA বৃদ্ধির সূত্র পরিবর্তন হতে পারে

সপ্তম পে কমিশনের সূত্র অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA (Dearness Allowance) বৃদ্ধি হয়। কিন্তু এবার এটি সংশোধন করা হতে পারে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, ভারতের মুদ্রাস্ফীতি কাঠামোতে খাদ্য মূল্যস্ফীতি বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখা উচিত। কর্মচারী ইউনিয়নের একজন সদস্য জানাচ্ছেন, DA বৃদ্ধির সূত্র অষ্টম পে কমিশনে সংশোধন করা হতে পারে।

আরও পড়ুন: টাকা বেড়েছে কিছুদিন আগেই! ফের একবার বড়ো আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে! আনন্দে আত্মহারা মহিলারা

Leave a Comment