Big News: ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আর ১ টাকাও পাবেন না এই কাজ না করলে! দ্রুত করে ফেলুন এই কাজ

Lakshmir Bhandar Scheme: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনদরদী প্রকল্পের সূচনা করেছেন। কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, তরুণের স্বপ্ন ইত্যাদি অনেক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) চালু করেছে।

তবে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Scheme) প্রকল্পটি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা ২৫ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা পেয়ে থাকেন।

লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি যখন চালু হয়েছিল তখন এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেতেন।

তবে এই বছর লোকসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হওয়ার পর সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা ১২০০ টাকা করে ভাতা পান।

আরও পড়ুন: Awas Yojna: আরও ১ লক্ষ নতুন বাড়ি আবাস যোজনায়, কবে থেকে টাকা পাবেন? তারিখ জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাওয়ার জন্য উপভোক্তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। কিন্তু সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে তবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে।

তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি বিরাট আপডেট সামনে এল। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির পর থেকেই প্রশাসন নড়েচড়ে বসেছে। তাই পশ্চিমবঙ্গ সরকার এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন নিয়ম চালু করতে চলেছে।

আরও পড়ুন: LIC New Jeevan Anand: ২৫ লক্ষ টাকা রিটার্ন মাত্র ৪৫ টাকা করে জমিয়ে, LIC-র এই ফাটাফাটি স্কিম সম্পর্কে জেনে নিন

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাওয়ার জন্য উপভোক্তাদের ডিসেম্বর মাস থেকেই এই বিশেষ নিয়ম মানতে হবে। এই নিয়ম না মানলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আর পাওয়া যাবে না।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিটি উপভোক্তাকে আধার কার্ডের সঙ্গে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে নিতে হবে। সেটি না করা থাকলে উপভোক্তাদের সমস্যায় পড়তে হতে পারে। এমনকি উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধও হয়ে যেতে পারে।

আরও পড়ুন: Holiday List: পূজোপার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৬ দিন ছুটি দিল নবান্ন, দেখে নিন ছুটির তালিকা

এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উপভোক্তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। তারসাথেই ব্যাঙ্কে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্কের পাস বইয়ের জেরক্সও দিতে হবে।

যদি কোনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো না থাকে তাহলে দ্রুত সেটি করিয়ে নেওয়া উচিত। তা না হলে সেই উপভোক্তাকে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে।

আরও পড়ুন: SBI Recruitment 2024: ১৬৯টি শূন্যপদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ চলছে, কারা কীভাবে আবেদন করবেন?

Leave a Comment