BECIL সংস্থায় চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

BECIL Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Broadcast Engineering Consultants India Limited (BECIL)-এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফিটার, ইলেকট্রিশিয়ান সহ আরও বেশ কিছু পদে কর্মী নিয়োগ করা হবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)

Broadcast Engineering Consultants India Limited (BECIL) কর্তৃক কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম (Name of the Post)

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নীচে উল্লেখ করা হল।

1. Burner (Kiln Operations)

2. Fitter

3. Electrician

4. Instrument Mechanic

আরও পড়ুন: Post Office Scheme: ২ লক্ষ টাকা পাবেন মাত্র ১০০ টাকা করে জমিয়ে, পোস্ট অফিসের ধামাকাদার স্কিম সম্পর্কে জেনে নিন

মোট শূন্যপদ (Total Vacancy)

সবগুলি পদ মিলিয়ে এখানে মোট ৫টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ নীচে উল্লেখ করা হল।

পদের নামশূন্যপদ
Burner (Kiln Operations)01
Fitter02
Electrician01
Instrument Mechanic01

আরও পড়ুন: ব্যাংকের মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি ফেব্রুয়ারি থেকেই যে ৫ নিয়ম বদলে যাচ্ছে

বয়স সীমা (Age Limit)

  • Burner (Kiln Operations) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • Fitter, Electrician, Instrument Mechanic পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: ২ বছরের জন্য একদম ‘ফ্রি’! Jio নিয়ে এলো ধামাকাদার অফার

বেতন (Salary)

  • Burner (Kiln Operations) পদে নিযুক্ত কর্মীর বেতন মাসিক ৪০,০০০ টাকা হবে।
  • Fitter, Electrician, Instrument Mechanic পদগুলিতে নিযুক্ত কর্মীর বেতন মাসিক ১২,৩৬০ টাকা হবে।

আরও পড়ুন: Bank Holiday: হোলি উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? আপনার শহরের ছুটির তালিকা দেখে নিন

আবেদন প্রক্রিয়া (Application Process)

এই পদগুলির জন্য আবেদন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শংসাপত্রের কপি সহ তাদের আবেদনপত্রটি একটি সিল করা খামে জমা দিতে হবে। এরপর আবেদনপত্রটি স্পিড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Broadcast Engineering Consultants India Limited,
BECIL BHAWAN, C-56/A-17, Sector-62,
Noida-201307 (U.P).

আবেদন ফি (Application Fee)

এই পদগুলিতে আবেদন করার জন্য General/ OBC/ Ex-Serviceman/ Women প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫৯০ টাকা দিতে হবে। তবে, SC/ST/EWS/PH প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৯৫ টাকা টাকা দিতে হবে।

আরও পড়ুন: Bank Holiday: হোলি উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? আপনার শহরের ছুটির তালিকা দেখে নিন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

  • Burner (Kiln Operations) পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের Chemistry বিষয় নিয়ে B.Sc পাস করে থাকতে হবে। অথবা, Diploma in Chemical Engineering/ Cement technology পাস করে থাকতে হবে।
  • Fitter, Electrician, Instrument Mechanic পদগুলিতে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাস করে থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last date of application)

এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা! আগেভাগেই সেরে রাখুন জরুরি কাজ

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Comment