Airtel-এর ১০০ টাকার ৩টি সস্তা রিচার্জ প্ল্যান, সবচেয়ে কম ১১ টাকায় পাবেন আনলিমিটেড ডেটা!

Airtel Recharge Plan: পূজার মুখে জিও (Jio) টেলিকম সংস্থা যেমন তার গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান আনছে অন্যদিকে Airtel সংস্থাও পিছিয়ে নেই। জিও (Jio) সংস্থা পূজার মুখে একের পর এক রিচার্জ প্ল্যান নিয়ে আসছে।

গ্রাহকরা যাতে সবসময় উন্নত ও ভালো পরিষেবা পায় তার জন্য এই সংস্থা সবসময় তৎপর থাকে। আজ আমরা এমন কয়েকটি রিচার্জ প্ল্যান এর ব্যাপারে জানব যেগুলির মূল্য ১০০ টাকার কম আবার এগুলোর সাহায্যে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যায়। চলুন জেনে নেওয়া যাক।

এয়ারটেল (Airtel)-এর ১১ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর সবচেয়ে সস্তা আনলিমিটেড ডেটা প্ল্যান হলো ১১ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি হল ১ ঘন্টার এবং এই এক ঘন্টার মধ্যে গ্রাহকরা যত খুশি, ডেটা ব্যবহার করতে পারবে। তবে সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত ডেটা লিমিট নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন: HS Exam 2025: বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়! বড় নির্দেশিকা জারি করলো সংসদ, জানুন বিস্তারিত জেনে নিন

এয়ারটেল (Airtel)-এর ৪৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে আপনারা সুবিধা হিসেবে পাবেন পুরো দিনের জন্য ডাটা ব্যবহারের সুবিধা। সারাদিনে আপনি সর্বোচ্চ ২০ জিবি পর্যন্ত ডাটা ব্যবহারের সুযোগ পাবেন।

এয়ারটেল (Airtel)-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল (Airtel)-এর সবচেয়ে দামি আনলিমিটেড ডেটা প্ল্যানের দাম হলো ৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে দুই দিনের জন্য ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: Big News: প্রাইমারী TET পরীক্ষা বাতিল নিয়ে বড়ো খবর সামনে এলো! কী জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল?

তবে গ্রাহকরা যদি রিচার্জ প্ল্যানগুলি নিতে চায় তাহলে কোন অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে এই রিচার্জ প্ল্যানগুলি নিতে হবে নচেৎ ওই প্ল্যান ছাড়া এই রিচার্জ প্ল্যানগুলি গ্রহণ করা যাবে না।

আরও পড়ুন: বড় খবর সামনে এল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে! এই কার্ড না থাকলে টাকা পাবেন না মহিলারা, জানুন বিস্তারিত

Leave a Comment