AICTE Scholarship 2024: যুবসমাজই আগামীর ভবিষ্যত। সেই কারণে কোনো ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষার পথে যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হয় সেই কারণে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র কেন্দ্র সরকার বা রাজ্য সরকারই নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের এমনই একটি স্কলারশিপ সম্বন্ধে জানাবো। এই স্কলারশিপটি হল AICTE Scholarship।
AICTE (All India Council for Technical Education)-এর তরফ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে টেকনিক্যাল কোর্সে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যাবেন।
এই স্কলারশিপে কীভাবে আবেদন করা যাবে? আবেদনের যোগ্যতা কী? আজকের এই প্রতিবেদনে সেই সম্বন্ধেই আলোচনা করা হলো।
আরও পড়ুন: Jio বিনামূল্যে দিচ্ছে অতিরিক্ত 20 GB ডেটা! এই দুটি রিচার্জ প্ল্যানে মিলবে সুবিধা
এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা
(১) যেসমস্ত ছাত্র-ছাত্রীর করোনা মহামারীকালে বাবা-মা মারা গেছেন অর্থাৎ যেসমস্ত ছাত্র-ছাত্রীরা অনাথ তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর শহীদদের সন্তানেরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
(২) এই স্কলারশিপে আবেদন করতে গেলে শিক্ষার্থীকে অবশ্যই All India Council for Technical Education (AICTE)-এর অন্তর্গত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কলেজে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
(৩) এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ৮,০০,০০০ টাকার কম হতে হবে।
আরও পড়ুন: স্নাতকোত্তর ও Ph.D করার সুযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, পাওয়া যাবে ৩২ লাখ টাকা ভাতা
আবেদন পদ্ধতি
(১) এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)-এ যেতে হবে।
(২) এরপর সেই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(৩) তারপর AICTE Scholarship-এর আবেদন ফর্মটি নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
(৪) যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ডিগ্রি বা ডিপ্লোমার জন্য ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠান থেকেই আবেদনের ভেরিফিকেশন করা হবে।
(৫) শিক্ষা প্রতিষ্ঠানের ভেরিফিকেশনের পর স্ক্রুটিনির জন্য জেলার শিক্ষা দফতরে আবেদনটিকে পাঠানো হবে।
(৬) এরপর সমস্ত কিছু ঠিক থাকলেই এই স্কলারশিপের টাকা পাওয়া যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
এই স্কলারশিপে আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন। সেগুলি হল-
(১) মা, বাবার মৃত্যুর শংসাপত্র। শাহিদ শংসাপত্র ( শুধুমাত্র আধাসামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনীর শহীদদের সন্তানদের ক্ষেত্রে)।
(২) পারিবারিক আয়ের শংসাপত্র।
(৩) দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর রেজাল্ট।
(৪) ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে ভর্তির শংসাপত্র।
(৫) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩০ নভেম্বর, ২০২৪। এই স্কলারশিপের সুবিধা পেতে গেলে ৩০ নভেম্বর, ২০২৪-এর মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক
Official Website | Click Here |