ATM-এ ১ দিনে কত টাকা জমা করা যায় জানেন? জানুন নিজেদের ব্যাঙ্কের ডিপোজিট লিমিট

প্রযুক্তির গুনে মানুষ অনেক কিছু পেয়েছে। একদিকে যেমন পরিশ্রম কমেছে অন্যদিকে তেমন সময় সাশ্রয় হয়েছে। আগে টাকা তোলার জন্য মানুষকে ব্যাংকে যেতে হতো কিন্তু এখন টাকা তোলার জন্য ব্যাংকে না গেলেও হয় এটিএম থেকে টাকা তোলা বা ইউপিআই মাধ্যমে টাকা আদান প্রদান করা যায়।  

এবার রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য আরও একটি নতুন ঘোষণা দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক যে নতুন পদ্ধতি চালু করেছে তার দ্বারা  ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে এটিএম-এ নগদ অর্থ জমা করার সুবিধা পাওয়া যাবে।

নতুন এই সুবিধা অর্থাৎ UPI ইন্টারঅপারেবল ক্যাশ ডিপোজিট (UPI-ICD) চালু করেছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর টি রবি শঙ্কর। সম্প্রতি কিছুদিন আগেই কয়েকটি ব্যাংক এটিএম-এ নগদ জমা করার সীমা পরিবর্তন করেছে। এক্ষেত্রে যদি কোন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের লিংক করা না থাকে তাহলে তার ক্ষেত্রে এই সীমা আলাদা হবে।  

আরও পড়ুন: RRB Recruitment 2024: উচ্চ মাধ্যমিক পাশে হাজার হাজার কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

অনেকেই জানেন না ADWM কী? এর পুরো অর্থ হলো অটোমেটেড ডিপোজিট কাম উইথড্রয়াল মেশিন (ADWM)। এটি হল এক ধরনের এটিএম মেশিনের মতো, যার মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা এই মেশিন ব্যবহার করে নগদ টাকা জমা রাখতে পারবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)-এর গ্রাহকরা অটোমেটেড ডিপোজিট কাম উইথড্রয়াল মেশিনের (ADWM) দ্বারা প্রতিদিন মোট ২০০টি নোট বা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবে। নিয়মটি হল যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকবে তাদের ক্ষেত্রে আর যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকবে না তারা মাত্র ৪৯,৯০০ টাকা জমা করতে পারবে।

আরও পড়ুন: আর করতে হবে না Jio-Airtel এর দামি রিচার্জ! BSNL এর এই সস্তা প্ল্যানে ৩৬৫ দিন রিচার্জ থেকে মুক্তি

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)-এর গ্রাহকরা এই মেশিনের মাধ্যমে প্রাত্যহিক ২০০টি নোট বা অতিরিক্ত এক লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবে। আর যাদের একাউন্টের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করা নেই তারা নগদ ৪৯,৯৯৯ টাকা জমা করতে পারবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-এর গ্রাহকরা এই মেশিনে মাধ্যমে দিনে ৪৯,৯০০ টাকা জমা করতে পারবেন এবং যাদের ডেবিট কার্ড রয়েছে তারা ২ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবে। এছাড়া গ্রাহকরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), RD এবং লোন অ্যাকাউন্টেও চাইলে তাদের নগদ অর্থ জমা করতে পারবে। এ ব্যাংকের গ্রাহকরা প্রতিদিন ২০০ টি করেই নোট জমা করতে পারবে।

আরও পড়ুন: ৫৮,৫০০ টাকা বেতনে রাজ্যের সরকাররি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ চলছে, রইলো বিস্তারিত

প্রসঙ্গত উল্লেখ্য, এই মেশিনে শুধুমাত্র ১০০, ২০০, ৫০০ বা ২০০০ টাকার নোট জমা করা যাবে। কোন গ্রাহক যদি খুচরো টাকা জমা করতে চাই তাহলে তা করা যাবে না। ব্যাংকের প্রতিটি গ্রাহক যারা এই মেশিনের মাধ্যমে টাকা নিজেদের একাউন্টে জমা রাখতে চাই তাদের ব্যাংকের সমস্ত নিয়ম মেনে টাকা রাখতে হবে।

আরও পড়ুন: স্বচ্ছভাবে ৫০,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে! যা জানা গেল নতুন নিয়োগ নিয়ে

Leave a Comment