Jio vs BSNL: এখন সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যান কার? রিচার্জ করার আগে জেনে নিন বিস্তারিত

Jio vs BSNL Recharge Plan: এই বছর জুলাই মাসের শুরুতেই দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম সংস্থাগুলি যেমন জিও (Jio), ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea), এয়ারটেল (Airtel) তাদের রিচার্জ প্লানের দাম বৃদ্ধি করেছিল। তবে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের রিচার্জ প্ল্যানের দামে কোনো পরিবর্তন আনেনি। এর ফলে অধিকাংশ গ্রাহকই তাদের সিম বিএসএনএল (BSNL)-এ পোর্ট করিয়ে নিয়েছিলেন। বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)-এর রিচার্জ প্ল্যানগুলি অনেকটাই সস্তা।

আজকের এই প্রতিবেদনে জিও (Reliance Jio) এবং বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)-এর মাসিক প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানবো। জিও (Jio) এবং বিএসএনএল (BSNL)-এর মধ্যে সবথেকে সস্তা প্রিপেইড রিচার্জ প্ল্যান কোনটি হবে সেটি এক নজরে দেখে নেওয়া যাক।

জিও (Jio)-এর ২৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান

জিও (Jio) সংস্থাটির ২৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট ৪২ জিবি ডেটা পেয়ে যাবেন।

এছাড়াও এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধাও পেয়ে যাবেন।

আরও পড়ুন: নিজ রাজ্যেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?

জিও (Jio)-এর ২৪৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান

জিও (Jio) সংস্থাটির সবথেকে সস্তা মাসিক রিচার্জ প্ল্যানটির মূল্য হল ২৪৯ টাকা। জিও (Jio)-এর ২৪৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ১ জিবি করে ডেটা পেয়ে যাবেন। অর্থাৎ পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট ২৮ জিবি ডেটা পেয়ে যাবেন।

এছাড়াও এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস (SMS)-এর সুবিধাও পেয়ে যাবেন।

আরও পড়ুন: LIC-র ধামাকা অফার! আবেদন করলেই পাবেন ৪০ হাজার টাকা

বিএসএনএল (BSNL)-এর ১৮৭ টাকার মাসিক রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর ১৮৭ টাকার মাসিক রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন।

এছাড়াও এই প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস (SMS)-এর সুবিধাও পাবেন।

আরও পড়ুন: One Nation One Subscription: এবার ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ ঘোষণা মোদীর, জানুন বিস্তারিত তথ্য

বিএসএনএল (BSNL)-এর ১৪৭ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর ১৪৭ টাকার মাসিক রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল ৩০ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা মোট ১০ জিবি ডেটা পেয়ে যাবেন।

এছাড়াও এই প্ল্যানের অধীনে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন।

বিএসএনএল (BSNL)-এর ১৩৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান

বিএসএনএল (BSNL)-এর ১৩৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হল ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন। তবে দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে গিয়ে ৪০ কেবিপিএস হয়ে যাবে।

শুধু ডেটাই নয়, এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পেয়ে যাবেন।

Leave a Comment