এবার Netflix, Jio Cinema এবং Hotstar-কে টক্কর দিতে একদম ফ্রী-তে OTT প্ল্যাটফর্ম নিয়ে এলো কেন্দ্র

আমরা সিনেমা দেখার জন্য সাধারণত ইউটিউব (YouTube) দেখে থাকি। তবে সব সিনেমা YouTube-এ সব সময় অ্যাভেলেবল পাওয়া যায় না। এজন্য অনেকে OTT প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ দেখে। আর সেই কারণে বর্তমানে Netflix, Jio Cinema এবং Hotstar বেশি জনপ্রিয় হচ্ছে।

তবে এগুলো এমনি এমনি কিন্তু চলে না, তার জন্য সাবস্ক্রিপশনের দরকার হয়। আর এর সাবস্ক্রিপশন করতে গিয়ে অনেক টাকা খরচ হয়। তবে এখন সাবস্ক্রিপশন ছাড়া কন্টেন্ট অ্যাক্সেস করার বিশেষ একটি সুবিধা এসেছে। গ্রাহকরা চাইলে এই সুবিধা গ্রহণ করতে পারবে।

দেশের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতী গ্রাহকদের জন্য ওটিটির দুনিয়ায় আসতে চলেছে। প্রসার ভারতী এইবার ওভার দ্য টপ স্ট্রিমিং মার্কেটে পা রাখতে চলেছে।

আরও পড়ুন: সরাসরি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন | Durgapur SAIL Recruitment 2024

সম্প্রতি কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা IFFI এর অনুষ্ঠান। ঐদিন সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব। আর তাদের এই উপস্থিতিতে ভারতের পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতী তার নিজস্ব OTT প্ল্যাটফর্ম ‘ওয়েভস’ চালু করেছে।

প্রসার ভারতী তার নিজস্ব এক্স হ্যান্ডেল-এ পোস্ট করে সকলের উদ্দেশ্যে জানিয়ে দেন। ওই পোস্টে লেখা ছিল “WAVES’ OTT প্ল্যাটফর্ম চালু করেছে। প্ল্যাটফর্মটির লক্ষ্য হল ক্লাসিক বিষয়বস্তু এবং সমসাময়িক প্রোগ্রামিংয়ের এর মাধ্যমে উন্নত ডিজিটাল প্রবণতাকে দর্শকদের সামনে তুলে ধরা।”

আরও পড়ুন: বছরে ৫০ হাজার টাকা স্কলারশিপ পাবে পড়ুয়ারা, এইভাবে আবেদন করুন (AICTE Scholarship 2024 Apply Online)

IFFI এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রসার ভারতী তার নিজস্ব OTT প্ল্যাটফর্ম ‘ওয়েভস’ চালু করে। এখন দেখে নেওয়া যাক এই ওটিটি প্লাটফর্মের মাধ্যমে তারা গ্রাহকদের কি ধরনের সুবিধা দিতে চলেছে।

প্রসার ভারতী তার নিজস্ব OTT প্ল্যাটফর্ম থেকে যে সুবিধা গুলি গ্রাহকদের প্রদান করবে সেগুলি হল OTT প্লাটফর্মে ৬৫ টি লাইভ চ্যানেল সহ Waves-এ অনেক সুবিধা পাবে গ্রাহকরা। একাধিক ভাষায় এটি উপলব্ধ থাকবে ফলে গ্রাহকরা ভাষা দিক থেকে কোন সমস্যায় পড়বে না। জানা গেছে এতে মোট ১২ টি ভাষা উপলব্ধ থাকবে।

আরও পড়ুন: Jio বিনামূল্যে দিচ্ছে অতিরিক্ত 20 GB ডেটা! এই দুটি রিচার্জ প্ল্যানে মিলবে সুবিধা

এই বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেন, “WAVES ওটিটি সরকারের ডিজিটাল ইন্ডিয়া ভিশনের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। যার মাধ্যমে গ্রামীণ দর্শকদের অ্যাক্সেস প্রদান করে ডিজিটাল মিডিয়া এবং বিনোদন এর মধ্যে সেতু নির্মাণ করবে।”

এছাড়াও এর মাধ্যমে অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যাবে ভিডিও-অন-ডিমান্ড, ফ্রি-টু-প্লে গেমস। পাশাপাশি গ্রাহকরা ONDC-এর সহায়তায় অনলাইন কেনাকাটাও করতে পারবে।

আরও পড়ুন: স্নাতকোত্তর ও Ph.D করার সুযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, পাওয়া যাবে ৩২ লাখ টাকা ভাতা

Leave a Comment