WBCHSE HS Syllabus: ফের উচ্চ মাধ‍্যমিকের সিলেবাসে বদল নিয়ে বড়ো খবর সামনে এলো! জানুন বিস্তারত

WBCHSE HS Exam Syllabus: উচ্চমাধ্যমিকের সিলেবাসে আরও একবার বদল ঘটতে চলেছে। সিলেবাস তৈরীর এক বছর ঘুরতে না ঘুরতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) ফের সিলেবাসে বদল এবং সংশোধনের কথা জানিয়েছে। বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের মতো বেশ কয়েকটি বিষয়ের সিলেবাসে সংশোধন হতে পারে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কেন এরকম সিদ্ধান্ত নিল?

এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)-এর সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য (Dr. Chiranjib Bhattacharjee) বলেছেন, পড়ুয়াদের উপর অতিরিক্ত বোঝা বেড়ে যাচ্ছিল বলেই এই সিলেবাস সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একাধিক ফিডব্যাক বিভিন্ন মহল থেকে আসছিল। এছাড়াও আমরা নিজেরাও নিজেদের মতো করে পর্যালোচনা করেছি। সেই ভিত্তিতেই সিলেবাসে সামান্য বদল এবং সংশোধনের কথা ভাবা হয়েছে।

আরও পড়ুন: Krishak Bandhu Scheme: কৃষক বন্ধু-র টাকা অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত উল্লেখ্য, একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে পঠন-পাঠন শুরু করেছিল। সেই সিলেবাসের বেশ কয়েকটি বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বদল আনতে চলেছে।

কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, বিজ্ঞানভিত্তিক বিষয়গুলির সিলেবাসে কোনো বদল ঘটার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন: Big News: ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আর ১ টাকাও পাবেন না এই কাজ না করলে! দ্রুত করে ফেলুন এই কাজ

উচ্চ মাধ্যমিক ২০২৪-এর পরীক্ষা আর কিছুদিন পর থেকেই শুরু হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিকাল পরীক্ষার দিন-ক্ষণ উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিকাল পরীক্ষা চলবে ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: Awas Yojna: আরও ১ লক্ষ নতুন বাড়ি আবাস যোজনায়, কবে থেকে টাকা পাবেন? তারিখ জানালেন মুখ্যমন্ত্রী

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের তরফ থেকে চলতি মাসের ২৭ তারিখে সংশ্লিষ্ট সেন্টারগুলি থেকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র মিলবে। সেইদিন স্কুলগুলিকে সেগুলি সংগ্রহ করতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তারিখের মধ্যেই রাজ্যের সমস্ত স্কুলগুলিকে প্র্যাকটিকাল পরীক্ষা নিয়ে নিতে হবে।

আরও পড়ুন: LIC New Jeevan Anand: ২৫ লক্ষ টাকা রিটার্ন মাত্র ৪৫ টাকা করে জমিয়ে, LIC-র এই ফাটাফাটি স্কিম সম্পর্কে জেনে নিন

Leave a Comment