Jio এর নতুন প্রিপেইড প্ল্যান, ১২ মাস পর্যন্ত চলবে আনলিমিটেড 5G ডেটা

Jio Recharge Plan: গ্রাহকদের অতিরিক্ত ও উন্নত পরিষেবা দিতে জিও (Jio) সংস্থা সবসময় তৎপর থাকে। একাধিক উৎসব উপলক্ষে বা সাধারণ সময়েও জিও সংস্থা গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে আসে। পাশাপাশি এই প্লান গুলিতে থাকে দারুন অফার। অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় এই টেলিকম সংস্থা গ্রাহকদের সর্বাধিক অফার দিয়ে থাকে।

সম্প্রতি জিও (Jio)-র তরফ থেকে যে রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে তাতে গ্রাহকরা সারা বছর আনলিমিটেড 5G ডাটা ব্যবহারের সুবিধা পাবে। অনেক সময় আমাদের প্রাত্যহিক ডেটার তুলে আরও বেশি ডাটা প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আনলিমিটেড ডেটা প্যাক নিলে সবচেয়ে বেশি সুবিধা হয়।

অনেক গ্রাহক আনলিমিটেড ডেটা পাকের মধ্যে কোনটি নিলে ভালো হবে তা ঠিক করতে পারে না। সেসব গ্রাহকের কথা ভেবে আজকে আমরা আনলিমিটেড ডেটা প্যাকের মধ্যে সবথেকে ভালো ডেটা প্যাকের সম্পর্কে জানাবো। নিম্নে এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হল। চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: এক রিচার্জেই চলবে ৩ সিম! Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানে ঘুম উড়ল Airtel-BSNL এর

জিও (Jio)-র ৬০১ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-র এই রিচার্জ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহকরা সুবিধা হিসেবে শুধুমাত্র ডাটা পরিষেবা উপভোগ করতে পারবে। এই প্ল্যানের মাধ্যমে আনলিমিটেড কলিং বা এসএমএস এর মত সুবিধা থাকবে না। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন।

তবে জিও (Jio)-র এই নতুন ডেটা ভাউচার শুধুমাত্র প্রিপেইড ব্যবহারকারীরা পাবেন। এর জন্য গ্রাহকদের ফোনে বেস প্ল্যান এক্টিভ থাকতে হবে। এই প্ল্যানে ১২ আলাদা ডেটা ভাউচারের মাধ্যমে গ্রাহকদের ৩৬৫ দিন বা এক বছরের জন্য আনলিমিটেড 5G ডাটা ব্যবহারের সুবিধা দেওয়া হয়।

আরও পড়ুন: নেট উত্তীর্ণদের চাকরির দেওয়া হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

কীভাবে পাবেন এই প্ল্যান?

১) এই প্ল্যান পাওয়ার জন্য প্রথমে আপনাকে My JioApp বা জিও অ্যাপের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর সেখান থেকে ৬০১ টাকার ডেটা ভাউচার কিনতে হবে।

২) এতে আপনার একাউন্টে ১২ টি ডেটা ভাউচার জমা হবে ৫১ টাকার।

৩) এর মাধ্যমে এক মাসের জন্য আনলিমিটেড 5G ডেটা এবং 3 GB হাই স্পিড 4G ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

৪) এই ভাউচারগুলি প্রথমে মাই জিও অ্যাকাউন্ট আর এর পরে মাই ভাউচার সেকশনে রিডিম করা হবে।

আরও পড়ুন: SVMCM: ৬০,০০০ টাকার স্কলারশিপ মিলবে উচ্চমাধ্যমিক পাস হলে! নতুন করে আবেদন শুরু হয়ে গিয়েছে

জিও (Jio)-এর এই ৬০১ টাকার ডেটা ভাউচার গ্রাহকরা চাইলে তাদের যেকোনো জিও ব্যবহারকারীকে উপহার স্বরূপ ট্রান্সফার করতে পারে। গ্রাহকদের মাই জিও অ্যাকাউন্টে এটি থাকবে। সবমিলিয়ে জিওর এই নতুন পরিষেবা গ্রাহকদের অধিক সুবিধা প্রদান করবে।

আরও পড়ুন: WBCHSE HS Syllabus: ফের উচ্চ মাধ‍্যমিকের সিলেবাসে বদল নিয়ে বড়ো খবর সামনে এলো! জানুন বিস্তারত

Leave a Comment