সভ্যতার অগ্রগতির সঙ্গে একদিকে যেমন উন্নতি বাড়ছে যেমন অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। আর এই অতিরিক্ত দূষণের কারণেই ঢেকে যাচ্ছে রাজধানীর দিল্লি। এর ফলে মানুষ ক্রমাগত অসুস্থ হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ঘর থেকে বেরোনোর মুশকিল হয়ে পড়েছে।
এইরকম পরিস্থিতিতে সমাজের মানুষের কথা ভেবে সরকার বড় একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। শিশুদের সুরক্ষার কথা চিন্তা করে সরকার স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন। করোনা সময়কালীন সময়ে যেভাবে স্কুল বন্ধ ছিল সেই রকম ভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্কুল। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন পুনরায় স্কুল চালু করা হবে।
তবে স্কুল বন্ধ থাকলে আপাতত ভাবে পড়ুয়াদের অনলাইন ক্লাস নেওয়া হবে। দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অতিশী (Atishi Marlena Singh) এই ঘোষণা করেছেন। তিনি জানান যে, সোমবার থেকে জিআরএপি -৪ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া বাকি সব ক্লাসের পড়ুয়াদের স্কুল বন্ধ থাকবে।
আরও পড়ুন: Job News: ভারতের এয়ারপোর্ট অথরিটিতে চাকরির সুযোগ, কারা কীভাবে আবেদন করবেন?
যতদিন না পরবর্তী নির্দেশ আসছে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। গত রবিবার রাজধানী দিল্লি শহরে একিউআই ছিল ৫০০। এরপরেই সিএকিউএম এর তরফ থেকে জিআরএপি-৪ বিধিনিষেধ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: টাকা বেড়েছে কিছুদিন আগেই! ফের একবার বড়ো আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে! আনন্দে আত্মহারা মহিলারা
এর পাশাপাশি সরকার দিল্লি-এনসিআরে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে আপাতত ভাবের সমস্ত স্কুল বন্ধ থাকলেও সামনে বোর্ড পরীক্ষার কথা চিন্তা করে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে।
অন্য পড়ুয়াদের অনলাইন মাধ্যমে ক্লাস নেওয়া হবে। সিএম অতিশী (Atishi Marlena Singh) এক্স হ্যান্ডালে পোস্ট করে এই বিষয়টি জানিয়েছেন। সম্প্রতি দিল্লি শহরের দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে তা বিপদজনক মাত্রায় পৌঁছে গিয়েছে। গতকাল রবিবার সন্ধ্যে সাতটার সময় দিল্লিতে দূষণ মাত্রা ছিল 457 AQ, যা অতি বিপদজনক। তাই সবদিক বিষয় চিন্তা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Ration Card: বাদ যাচ্ছে অনেকের রেশন কার্ড, আপনারটা চালু আছে তো? সহজেই চেক করুন