মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনদরদী প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলি আসার ফলে এই রাজ্যের মানুষরা বেশ উপকৃত হয়েছেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্পের বরাদ্দ টাকা বাড়ানোর ঘোষনা করলেন।
কোন প্রকল্পের টাকা বাড়ানো হলো?
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জানিয়েছেন, রাজ্য সরকার জনজাতি গোষ্ঠীগুলির পাশে দাঁড়ানোর জন্য একাধিক প্রকল্প শুরু করেছে। বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিন মুখ্যমন্ত্রী একটি বিরাট ঘোষণা করলেন।
আদিবাসী উন্নয়নে নতুন উদ্যোগ
বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী উন্নয়ন খাতের জন্য বরাদ্দ বাজেটও এবার অনেকটাই বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: আপনার আধারের সঙ্গে ভুয়ো ফোন নম্বর লিংক করে কেউ জালিয়াতি করছে? কী ভাবে ধরবেন জানাল টেলিকম বিভাগ
জয় জোহর প্রকল্পে বরাদ্দ টাকা বৃদ্ধি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘জয় জোহর প্রকল্পে’ (Jai Johar Scheme) পেনশন গ্রাহকদের বরাদ্দ টাকা ১০০০ টাকা থেকে বাড়িয়ে এবার ১৮০০ টাকা করা হবে। আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পেনশনগ্রহণকারী জনজাতি সদস্যদের আর্থিক সহায়তা বৃদ্ধি পাবে।
নতুন হোস্টেলের ঘোষণা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৩১০টি নতুন হোস্টেল জনজাতি গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করে দেওয়ার ঘোষণা করেছেন। এরফলে আদিবাসী শিক্ষার্থীদের আবাসনের সমস্যা কিছুটা হলেও দূর হবে।
আরও পড়ুন: Graduation Courses: এবার ডিগ্রি পেয়ে যাবেন ৪ বছরের আগেই! গ্র্যাজুয়েশন নিয়ে ফের নিয়ম বদল করছে UGC
প্রশাসনিক পদক্ষেপ
সরকারের তরফ থেকে জনজাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক করা হবে। সেই বৈঠকেই বিস্তারিত আলোচনা করা হবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী সোমবার দিন ‘ট্রাইবাল অ্যাডভাইজরি কাউন্সিল’-এর বৈঠক হতে পারে।
জনজাতি গোষ্ঠীর কল্যাণের জন্য সরকারের প্রাধান্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানান, জনজাতি গোষ্ঠীর কল্যাণের জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এছাড়াও তিনি আদিবাসী গোষ্ঠীর মানুষদের হাতে ধামসা, মাদল তুলে দেন। এমনকি তাদের সাথে নাচের তালে পা-ও মেলান।
আরও পড়ুন: 8th Pay Commission: তারিখ প্রকাশ অষ্টম বেতন কমিশন গঠনের! বেতনে বিরাট বৃদ্ধি, বড় আপডেট সামনে এলো
জনজাতি গোষ্ঠীর ক্রীড়াক্ষেত্রে অবদান
জনজাতি গোষ্ঠীর ক্রীড়াক্ষেত্রে অবদানের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, গর্ব করে আমরা বলতে পারি যে আগামী দিনে হয়তো এরা অলিম্পিক জিততে পারে। এইরূপ মন্তব্য করে জনজাতি গোষ্ঠীদের তিনি ক্রীড়ায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন।
আশা করা যাচ্ছে যে, সরকারের নেওয়া এই উদ্যোগগুলি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: সবার ছুটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাদে! শীতের প্রারম্ভেই স্কুল ছুটির ঘোষণা সরকারের