কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে (HEI) অধ্যাপক নিয়োগের নিয়মে পরিবর্তন আনতে চলেছে UGC (University Grants Commission)। এই পরিবর্তন এলে স্টার্টআপ, স্নাতকোত্তর ডিগ্রিধারী যারা উদ্যোক্তা, শিল্প অংশীদারিত্বের মতো ক্ষেত্রে যারা আগ্রহী তারা HEI (Higher Education institutions)-তে ফ্যাকাল্টি হিসাবে সরাসরি নিযুক্ত হতে পারবেন।
প্রত্যাশিত পরিবর্তন
UGC (University Grants Commission)-এর চেয়ারম্যান মমিদালা জগদেশ কুমার (Mamidala Jagadesh Kumar)-এর মত অনুযায়ী, নতুন নিয়ম এলে কর্মশক্তি পূর্ণ স্নাতক তৈরির উপর বেশি পরিমাণে ফোকাস করা হবে।
নতুন পরিবর্তন এলে গবেষণায় আরও বেশি পরিমাণে জোর দেওয়া হবে। এর ফলে শিক্ষকরা উদ্ভাবনীভাবে অবদান রাখতে পারেন।
আরও পড়ুন: রেকর্ড পতন হলো ভারতীয় মুদ্রার! সর্বকালীন সর্বনিম্ন স্তরে টাকা! কেন এই অবস্থা? আসল কারণ জেনে নিন
ফ্যাকাল্টি সদস্যরা প্রযুক্তিকে মিশ্রিত করতে, নতুন শিক্ষাগত পন্থা অবলম্বন করতে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে, অভিজ্ঞতামূলক শিক্ষার শর্ত প্রবর্তন করতে সক্ষম হবেন, এমনটাই ইউজিসি চায়।
UGC (University Grants Commission)-এর চেয়ারম্যান মমিদালা জগদেশ কুমার (Mamidala Jagadesh Kumar) জানিয়েছেন, বর্তমানে ভারতীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাকাল্টি নিয়োগ এবং মূল্যায়ন প্রকাশনাকেই বেশি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে এবং কঠোর শৃঙ্খলা সীমার মধ্যে আবেদনকারীদের বেড়ি পরিয়ে রাখা হয়। ফ্যাকাল্টি নিয়োগ এবং মূল্যায়নের জন্য দ্রুত একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রয়োজন। এর ফলে ফ্যাকাল্টি সদস্যরা সমাজ এবং বিশ্ববিদ্যালয়ের উপকার করবে এমন বিস্তৃত কাজকর্ম করতে অনুপ্রাণিত হবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলেও UGC এই প্রস্তাবিত পরিবর্তনগুলি সম্পর্কে পোস্ট করেছে।
আরও পড়ুন: Railway Ticket: এই ৫ সুবিধা একদম free থাকে রেলের টিকিটের সঙ্গে, না জানলে পস্তাবেন!
অন্যান্য একাডেমিক পরিবর্তন
এতদিন পর্যন্ত চলা নিয়ম অনুযায়ী, অধ্যাপক পদে নিয়োগের জন্য নূন্যতম যোগ্যতা ছিল চার বছরের স্নাতক/পিজি সহ পিএইচডি থাকতে হবে। এছাড়াও, একই বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর এবং পিএইচডি থাকতে হবে।
আরও পড়ুন: এক টাকাও পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর! রাজ্য সরকারের কড়া নিয়মে মাথায় হাত সকলের
তবে এবার সেই ব্যবস্থার পরিবর্তন ঘটতে চলেছে। বিগত ছয় মাস ধরে একটি বিশদ পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনার পর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। যেটি জনসাধারণের কাছে খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ৪৮,০০০ টাকা মাসিক বেতনে ব্যাঙ্কে চাকরির সুযোগ, জানুন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত