২ কাঠা করে জমি বাড়ি তৈরির জন্য দেবে রাজ্য সরকার, কারা কীভাবে পাবেন?

যারা বাড়ি তৈরি করার জন্য সরকার কর্তৃক টাকা পেয়েছেন কিন্তু জায়গার অভাবে বাড়ি করতে পারছেন না তাদের জন্য দারুন সুসংবাদ। ভূমিহীন আবাস যোজনার উপভোক্তাদের জমি দান করে সেই জমিতে বাড়ি তৈরি করে দেবে সরকার।

একজন উপভোক্তাকে সর্বাধিক দুই কাঠা করে জমি দেওয়া হবে। নবান্ন সূত্রে জানা গেছে রাজ্য সরকার (Government of West Bengal) এমনটাই ঘোষণা করেছে। শুধু তাই নয় এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যেই শুরু করা হয়েছে।

সূত্রের খবর মারফত জানা গেছে বিগত আড়াই বছর থেকে কেন্দ্রীয় সরকার (Government of India) বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের (Government of India) ঢিলেমিতে রাজ্য সরকার (Government of West Bengal) নিজেই সাধারণ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছেন।

আরও পড়ুন: Teacher Recruitment: রাজ্যের স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, এইভাবে আবেদন করুন

নবান্ন সূত্রে জানা গেছে পরিকল্পনা মাফিক রাজ্যের মোট ১১ লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। আর এই পরিকল্পনা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে সংশ্লিষ্ট অধিকারীদের নির্দেশ দেওয়া হয়েছে পাঁচটি জেলা বাদে বাকি জেলাগুলিতে কত মানুষ বাড়ি পায়নি এবং তাদের জমির অবস্থা কিরুপ পড়েছে তা খতিয়ে দেখার।

আর এই বিষয়ে তদারকী করতে গিয়েই দেখা যায় এমন অনেক মানুষ রয়েছেন যারা বাড়ি তৈরি করার টাকা পেয়েও বাড়ি করতে পারেনি, কারণ তাদের কোন জমি নেই। তবে এইসব মানুষরা যাতে বাড়ি তৈরি করতে পারে তার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: Madhyamik Exam 2025: বিরাট ‘বদল’ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে! স্কুলেগুলোতে গেল নির্দেশিকা

রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে যাদের বাড়ি তৈরির প্রকল্পে নাম এসেছে কিন্তু জমি না থাকায় তারা বাড়ি তৈরি করতে পারছে না তাদের নাম ঠিকানা ইত্যাদি প্রয়োজনীয় তথ্য জেলাশাসক ও ডিএলআরও-দের জমা দেওয়ার কথা বলা হয়েছে।

তারাই এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সরকারের যে সমস্ত খাস জমিগুলি রয়েছে সেখানে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। উপভোক্তা পিছু প্রতিজনকে দুই কাঠা করে জমি দেওয়া হবে আর সেই জমির উপর তাদের বাড়িও করে দেওয়া হবে।

আরও পড়ুন: UGC NET December 2024: UGC NET-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে? জেনেনিন আপডেট

বিগত আড়াই বছর থেকে কেন্দ্রীয় সরকার (Government of India) বাড়ি তৈরির প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে আর এর সমাধানে রাজ্য সরকার (Government of India) একাধিকবার চিঠি লিখে এর সাহায্যে চাইলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেমন কোনো সাড়া মেলেনি। এই অবস্থায় সাধারণ মানুষের সাহায্যার্থে রাজ্য সরকার নিজেই উদ্যোগ গ্রহণ করেছে।

সমস্ত লেটেস্ট খবর সবার আগে জানতে নিয়মিত ভিজিট করুন Bangla Today ওয়েবসাইটে।

আরও পড়ুন: বিরাট পরিবর্তন আসছে কলেজ-বিশ্ববদ্যালয়ে অধ্যাপক নিয়োগে! কী বড় পদক্ষেপ নিলো UGC?

আরও পড়ুন:

Leave a Comment