সরকার সাধারণ জনগণের সেবায় সবসময় তৎপর রয়েছে। স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা এমনকি খাদ্য সুরক্ষা পর্যন্ত সবকিছুই সাধারণ জনগণের জন্য সরকার চালু করে রেখেছে। করোনা অন্তর্বর্তীকালীন সময় থেকে দেশে রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে খাদ্যদ্রব্য দেয়ার প্রক্রিয়া সরকার আরো বেশি পরিমাণে অব্যাহত রেখেছে।
দেশের প্রতিটি নাগরিকের খাদ্য সুনিশ্চিত করতে রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে প্রতি মাসে তাদের খাদ্যদ্রব্য প্রদান করা হয়ে থাকে। এই খাদ্যদ্রব্য গুলি কোনটি বিনা পয়সায় আবার কোনটি খুব কম দামে রেশন কার্ডধারী ব্যাক্তিদের দেওয়া হয়।
আমাদের দেশে আর্থিক বন্টন অনুযায়ী বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। সরকার ওই সব মানুষদের আর্থিক দুরাবস্থা অনুযায়ী রেশন কার্ডের চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এই কার্ডগুলি হলো RKSY-1 ও RKSY-2 কার্ড, অন্ত্যোদয় কার্ড (AAY), স্পেশাল ও প্রাওরিটি হাউসহোল্ড কার্ড (PHH & SPHH)।
আরও পড়ুন: Bank Holiday: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
তবে এই কার্ডগুলো ছাড়াও আরো একটি স্পেশাল কার্ড চালু করেছে সরকার যেগুলি জঙ্গলমহল ও পাহাড়ের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন প্যাকেজ। কার্ড অনুযায়ী প্রত্যেক রেশন কার্ডধারী ব্যক্তি আলাদা আলাদা রেশন দ্রব্য পেয়ে থাকেন।
প্রতিমাসে কোন কার্ডে মানুষ কি পরিমান রেশন দ্রব্য পাবে সেটা নির্ধারণ করা হয়। কার্ড ভিত্তিতে এই নভেম্বর মাসে কারা কি পরিমান রেশন দ্রব্য পাবে তা আমরা আজকের এই প্রতিবেদনে উল্লেখ করব। চলুন জেনে নেই।
অন্ত্যোদয় কার্ডের রেশন সামগ্রী
সবচেয়ে বেশি খাদ্যদ্রব্য পাওয়া যাবে এই অন্ত্যোদয় রেশন কার্ডে অর্থাৎ AAY কার্ডে। এই মাসে গ্রাহকরা এই কার্ডের মাধ্যমে পাবে ২১ কেজি চাল, এক কেজি চিনি, ১৩.৩ কেজি আটা বা ১৪ কেজি গম একদম বিনামূল্যে।
আরও পড়ুন: বেতন ১৮ হাজার থেকে বেড়ে মূল বেতন হবে ৩৪ হাজার ৫৬০ টাকা! দারুণ খবর সরকারি কর্মীদের জন্য
PHH বা SPHH কার্ড
যাদের PHH বা SPHH কার্ড রয়েছে তারা এই মাসে কার্ড পিছু ৩ কেজি চাল, ১.৯ কেজি আটা বা ২ কেজি গম পাবে একদম বিনামূল্যে। যারা আটা বা গম না নিতে চাই তারা এর পরিবর্তে দুই কেজি চিনে নিতে পারবে।
RKSY-1 ও RKSY-2 কার্ড
RKSY 1 বা RKSY 2 হোল্ডাররা সবচেয়ে কম রেশন সামগ্রী পেয়ে থাকেন। যাদের এই কার্ড রয়েছে তাদের আগে কার্ড পিছু প্রতি জনকে পাঁচ কেজি করে চাল দেওয়া হতো। তাদের কোন প্রকার গম দেওয়া হতো না। কিন্তু এখন সেই পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতি জন পিছু ২ কেজি করে চাল দেওয়া হয়।
আরও পড়ুন: Civic Volunteers: পশ্চিমবঙ্গে মোট কত সিভিক ভলান্টিয়ার? এখন বেতন কত? যোগ্যতা কী?
জঙ্গলমহল ও পাহাড়ের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন
বাংলায় যেসব মানুষ জঙ্গল এলাকায় বা পাহাড়ে বসবাস করে তাদের জন্য সরকার বিশেষ প্যাকেজ চালু করে রেখেছে। রেশন কার্ডের (Ration Card) ধরন অনুযায়ী প্রতি মাসে এরা যে পরিমাণ রেশন দ্রব্য পায় তার পাশাপাশি প্রতি মাসেই এদের আলাদাভাবে কিছু চাল, গম বা সেই জাতীয় কোন খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে থাকে এই মাসেও একই রকম ভাবে তাদের সেই একই ধরনের রেশন দ্রব্য প্রদান করা হবে।
আরও পড়ুন: সংস্থায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চলছে, সময় নেই শীঘ্রই আবেদন করুন