November Bank Holiday: নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে-কবে ছুটি রাজ্যে? দেখে নিন তালিকা

সর্ববৃহৎ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংক গুলি নিয়ন্ত্রণ করে রাখে। রিজার্ভ ব্যাংকের জারি করার সমস্ত নিয়মকানুন দেশের সমস্ত ব্যাংকগুলিকে মেনে চলতে হয়। অন্যান্য নিয়ম কানুনের মতোই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে প্রতিমাসে ছুটির তালিকা প্রকাশ করা হয়।

যেমন বছরের প্রতিটি মাস শুরু হওয়ার আগেই মাসের কোন দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকবে তা একটি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। রিজার্ভ ব্যাংক এই তালিকাটি প্রতিটি মাস শুরু হওয়ার আগেই প্রকাশ করে থাকে।

অক্টোবর মাস শেষ হয়ে নভেম্বর মাস পড়তে আর খুব বেশি দেরি নেই আর এই নভেম্বর মাসের হলিডে লিস্টও (November Bank Holiday) ইতিমধ্যে প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক (RBI)। অক্টোবর মাসে একাধিক পূজা পার্বণ থাকায় বেশ কয়েকদিন ছুটি পেয়েছে ব্যাংক কর্মীরা।

আরও পড়ুন: Aadhaar Card: বয়স প্রমাণে আর বৈধ নয় আধার কার্ড, কোন কোন সার্টিফিকেটে মান্যতা? জানাল সুপ্রিম কোর্ট

নভেম্বর মাসে সেরকম অত বেশি ছুটি না থাকলেও ছুটির সংখ্যা নেহাত কম নেই। নভেম্বর মাসে মোট ১৩ দিন ছুটি থাকবে। এই ছুটি মাসের শনি ও রবিবারের ছুটি মিলিয়ে গণনা করা হয়েছে। আজ আমরা এই প্রতিবেদনে সেই ছুটির তালিকাটি প্রকাশ করব। চলুন দেখে নেওয়া যাক।

১) ১ নভেম্বর তারিখে দীপাবলি অমাবস্যা এবং কন্নড় রাজ্যোৎসবের কারণে আগরতলা এবং কর্ণাটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷

২) ২ নভেম্বর দীপাবলি উপলক্ষে ছুটি থাকবে।

৩) ৩ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে সারা দেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৪) ৭ নভেম্বর ছট পুজো এবং সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষে পাটনা এবং রাঁচির ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৫) ৮ নভেম্বর তারিখেও ভেঙ্গালার কারণে, মেঘালয়, রাঁচি এবং পাটনায় ছট পুজোর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৬) ৯ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ওই দিন ব্যাংক বন্ধ থাকবে।

৭) ১০ নভেম্বর রবিবার হিসেবে সাপ্তাহিক ছুটি থাকবে।

৮) ১২ নভেম্বর এগাস-বাগওয়ালের কারণে দেরাদুনে ছুটি থাকবে।

আরও পড়ুন: Diwali Jio Recharge Offer: দীপাবলীতে কমে গেলো দাম! অর্ধেক দামে Jio-র রিচার্জে পাবেন কলিং-ডেটার দারুণ সুবিধা

৯) ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে নতুন কলকাতা, দিল্লি, মুম্বাই, শ্রীনগর, কার্তিক পূর্ণিমা, বেলাপুর, আইজল, দেরাদুন, ভুবনেশ্বর, জয়পুর, কানপুর, নাগপুর, তেলেঙ্গানা, লখনউ, হায়দরাবাদ, জম্মু, চণ্ডীগড়, ভোপাল, ইটানগর, জয়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে কোহিমা ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১০) ১৭ নভেম্বর রবিবার হওয়ার কারণে ঐদিন সমস্ত দেশের সাপ্তাহিক ছুটি হিসেবে ব্যাংক বন্ধ থাকবে।

১১) ১৮ নভেম্বর কনকদাস জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্গালোরের ব্যাংকগুলি বন্ধ থাকবে।

১২) ২৩ নভেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ঐদিন সমস্ত দেশে ব্যাংক বন্ধ থাকবে।

১৩) ২৪ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আরও পড়ুন: Nabanna On PMAY: আবাস নিয়ে নয়া নির্দেশিকা জারি নবান্নর, ‘যাদের নাম বাদ পড়েছে..’

তবে নভেম্বর মাসের ওই দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল মাধ্যমে লেনদেন অব্যাহত থাকবে এছাড়াও গ্রাহকরা নিজেদের প্রয়োজনমতো এটিএম থেকে টাকা তুলতে পারবে। রিজার্ভ ব্যাংকের প্রকাশিত এই অফিসিয়াল ছুটির তালিকা টি ব্যাংকের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

এই বিষয়ে জানিয়ে রাখি প্রতিটি রাজ্যের ছুটি র দিন ভিন্ন ভিন্ন রয়েছে কারণ প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা উৎসব বিভিন্ন সময়ে উদযাপিত হয়ে থাকে আর সেই উৎসব অনুযায়ী সেই রাজ্যের ব্যাংকগুলিও বন্ধ থাকে। সেক্ষেত্রে সমস্ত রাজ্যের সঙ্গে ছুটি না মিলতেও পারে।

আরও পড়ুন: Google Pay: ১,০০১ টাকা গুগল পে, কিভাবে পাবেন জেনে নিন

আর যারা কাজের ক্ষেত্রে প্রায়শই ব্যাংকে যান তারা অবশ্যই নভেম্বর মাসে ব্যাংকে যাওয়ার আগে ছুটির তালিকাটি (November Bank Holiday) দেখে নেবেন কারণ ছুটির দিনে ব্যাংকে গেলে হয়রানির শিকার হতে হবে।

আরও পড়ুন: IMD Weather Update: বড়ো আপডেট আবহাওয়া দফতরের! ৫ রাজ্য ভাসবে, হলুদ-কমলা সতর্কতা, বাংলার কপালে কী আছে?

Leave a Comment