এক রিচার্জেই চলবে ৩ সিম! Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানে ঘুম উড়ল Airtel-BSNL এর

Jio Recharge Plan: জিও (Jio) সংস্থাটি তার গ্রাহকদেরকে কম দামের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই কারণে জিও সংস্থাটি গ্রাহকদের প্রথম পছন্দ। কিন্তু কিছুদিন আগেই জিও সংস্থাটি তাদের প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছিল। এছাড়াও সংস্থাটি আনলিমিটেড ৫জি ডেটা লিমিটও কমিয়ে দিয়েছে। তবে জিও (Jio)-এর একটি সস্তা রিচার্জ প্ল্যান এখনও আছে যেই রিচার্জটি করলে গ্রাহকরা ৩টি জিও সিম চালাতে পারবেন।

জিও (Jio)-এর ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও (Jio)-এর ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যানটি জিও (Jio)-এর সবথেকে সস্তা পোস্টপেইড প্ল্যান (Postpaid Plans)। ৪৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা প্রতি মাসের খরচে ৩টি সিম চালাতে পারবেন। জিও (Jio) সংস্থাটি এর সাথে ১৮ শতাংশ GST চার্জ করবে।

এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা মোট ৭৫ জিবি ডেটা পাবেন। তবে এই ডেটা লিমিট শেষ হয়ে গেলে গ্রাহকদের প্রতি জিবি ডেটার জন্য ১০ টাকা খরচ করতে হবে।

আরও পড়ুন: নেট উত্তীর্ণদের চাকরির দেওয়া হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড

জিও (Jio)-এর ৪৪৯ টাকার প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা একটি সিমের সঙ্গে ৩টি ফ্যামিলি সিম যোগ করতে পারবেন। জিও সংস্থাটি তার এই সস্তা ফ্যামিলি প্ল্যানটিতে গ্রাহকদেরকে প্রতি সিম কার্ড পিছু ৫ জিবি অতিরিক্ত ডেটা দিয়ে থাকে। সেই হিসেব অনুযায়ী, এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকরা মোট ৯০ জিবি ডেটা পেয়ে যাবেন।

আরও পড়ুন: SVMCM: ৬০,০০০ টাকার স্কলারশিপ মিলবে উচ্চমাধ্যমিক পাস হলে! নতুন করে আবেদন শুরু হয়ে গিয়েছে

এছাড়াও যদি গ্রাহকের কাছে ৫জি স্মার্টফোন থাকে, তাহলে গ্রাহকরা আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করতে পারবেন।

জিও (Jio) সংস্থাটি এই রিচার্জ প্ল্যানের অধীনে গ্রাহকদের জিও টিভি (JioTV), জিও সিনেমা (JioCinema) এবং জিও ক্লাউড (JioCloud)-এর সাবস্ক্রিপশনও দিচ্ছে।

আরও পড়ুন: WBCHSE HS Syllabus: ফের উচ্চ মাধ‍্যমিকের সিলেবাসে বদল নিয়ে বড়ো খবর সামনে এলো! জানুন বিস্তারত

Leave a Comment